মালদা

আচমকা ঝড় বৃষ্টিতে নদী গর্ভে তলিয়ে গেল সাতটি নৌকা

সোমবার সন্ধ্যে নাগাদ আচমকা ঝড়ে নদী গর্ভে তলিয়ে গেল সাতটি নৌকা। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার অন্তর্গত চিনা বাজার এলাকার গঙ্গা নদীতে। তার মধ্যে একটি নৌকার এখনও পর্যন্ত কোন খোঁজ মেলেনি। 
    নৌকার মাঝি জানান এদিন সাতটি নৌকাতে পাথর বোঝায় করে আনা হচ্ছিল ঝাড়খণ্ড থেকে। সে সময় আচমকা ঝড় বৃষ্টি শুরু হয়। নিমিষের মধ্যে নদীতে তলিয়ে যায় পাথর বোঝাই সাতটি নৌকা। কোন মতে সাঁতার কেটে প্রাণে বাঁচে নৌকায় থাকা মাঝিরা। ঝড় বৃষ্টি থামার পর নদীতে খোঁজ করলে ছয়টি নৌকার খোঁজ পাওয়া যায়। একটি নৌকা জলের তল থেকে তোলে মাঝিরা। কিন্তু নদী গর্ভে তলিয়ে যাওয়া সাতটি নৌকার মধ্যে একটি নৌকার খোঁজ এখনও পাওয়া যায়নি। এই ঘটনায় মাঝিরা পাথর ব্যবসায়ীর ঠিকাদারকে বিষয়টি জানান। মাঝিদের অভিযোগ বারবার ঠিকাদারকে বিষয়টি জানানো হলেও এই বিষয়ে তিনি কোন ভুক্ষেপ দেখাননি। মাঝিরা আবেদন করে বলেন, তাদের এই সমস্যার সমাধান করা হক। এই বিষয়টিতে যেন এম এল এ এবং ফারাক্কা ব্যারেজের জি এম মাঝিদেরকে সাহায্য করে। কারন তারা তাদের যথা সাধ্য চেষ্টা করছে নৌকা গুলিকে জল থেকে তোলার। কিন্তু সেগুলি কাঠের তৈরি তাই উদ্ধার কার্যের সময় তা সঠিক ভাবে উদ্ধার করা যাবে কি না তা নিয়ে ধন্ধে রয়েছে মাঝিরা।